ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমদের বিপক্ষে ব্যাটিংয়ে মাশরাফির রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
তামিমদের বিপক্ষে ব্যাটিংয়ে মাশরাফির রংপুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম পর্ব শেষে মিরপুরে এখন বিপিএলের আমেজ। রাউন্ড রবিন পর্বের শেষদিকে এসে সবগুলো ম্যাচই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। শেষ চারের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে শীর্ষস্থানধারী তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।

একাদশে একটি পরিবর্তন এনেছে কুমিল্লা। ডোয়াইন ব্রাভোর জায়গায় তরুণ আফগান অফস্পিনার মুজিবুর রহমান।

রংপুর স্কোয়াডে পরিবর্তন তিনটি। সামিউল্লাহ শেনওয়ারি, রুবেল হোসেন ও লাসিথ মালিঙ্গার পরিবর্তে খেলছেন চামারা কাপুগেদারা ইসুরু উদানা ও সোহাগ গাজী।

২০১৫ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যেই দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। সবার আগে পা রাখে খুলনা টাইটান্স। বাকি থাকলো আর দু’টি টিম।

গত ১৮ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম দেখায় ১৪ রানে হার মানে রংপুর। শনিবারের (২ ডিসেম্বর) ম্যাচে মধুর প্রতিশোধ নিতে পারলেই পরবর্তী রাউন্ডের দ্বারপ্রান্তে চলে যাবে মাশরাফির দল।

সন্ধ্যা ৬টার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের কাছে রাজশাহী কিংস হেরে গেলে চূড়ান্ত হবে শেষ চার। ঢাকার সঙ্গী হবে রংপুর। দু’দল জয় পেলে সিলেট সিক্সার্সেরও বিদায়ঘণ্টা বাজবে।

সাত দলের পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে কুমিল্লা। সমান ম্যাচে চার নম্বরে থাকা রংপুরের সংগ্রহ ১০। ১০ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট খুলনার। ১১ পয়েন্টে তিনে ঢাকা। রাজশাহী, সিলেট ও বাদ পড়া চিটাগং ভাইকিংসের পুঁজি যথাক্রমে ৮, ৭, ৫।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।