মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর একটায় শুরু হয়। ১২ ওভার ব্যাট করে চিটাগং ৬৭ রান তোলে।
সাত দলের মধ্যে সিলেটের অবস্থান ষষ্ঠস্থানে হলেও এ ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা লিগের বাকি দুটি ম্যাচে জয় পেলে, পাশাপাশি রংপুর রাইডার্স যদি শেষ দুই ম্যাচে হেরে যায় তবে শেষ চার নিশ্চিত করে প্লে-অফ খেলতে পারবে সিলেট। অন্যদিকে চিটাগংয়ের এবারের মৌসুমে আর কোনো আশাই নেই। ১০ ম্যাচে মাত্র দুটিতে জয় পাওয়া দলটি সবার শেষে। আগের দেখায় সিলেটের বিপক্ষে চলমান আসরের সর্বোচ্চ স্কোর (২১১) রেকর্ড গড়ে জিতেছিল দলটি।
ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চিটাগং। নাসির হোসেনের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন টপঅর্ডারের লুক রঞ্চি (৬), সৌম্য সরকার (০), লুইস রিসি (১২), স্টিয়ান ভ্যান জিল (১১) এবং তানভীর হায়দার (৫)। এছাড়া, সিকান্দার রাজা (১), ইরফান শুক্কুর (১৫), রায়াদ এমরিট (২), সানজামুল (৯), নাইম হাসান (৩) রান করেন।
সিলেট দলপতি নাসির ৪ ওভারে ৩১ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। শরিফুল্লাহ ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট। সোহেল তানভীর কোনো উইকেট না পেলেও নাবিল সামাদ ৩ মাত্র ৭ রান দিয়ে তুলে নেন আরও তিনটি উইকেট।
চিটাগং ভাইকিংস: লুক রঞ্চি, সৌম্য সরকার, ইরফান শুক্কুর, সিকান্দার রাজা, স্টিয়ান ভ্যান জিল, লুইস রিসি, রায়াদ এমরিট, তানভীর হায়দার, সানজামুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ।
সিলেট সিক্সার্স: আন্দ্রে ফ্লেচার, বাবর আজম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ রিজওয়ান, রস হোয়াইটলি, শরিফুল্লাহ, সোহেল তানভীর, কামরুল ইসলাম রাব্বি, আবুল হাসান, নাবিল সামাদ।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৭
এমএমএস/এমআরপি