এদিন ডাবল সেঞ্চুরি করে সবাইকে ছাপিয়ে যান কোহলি। যে কোনো দেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি রেকর্ড এখন এই গ্রেটের দখলে।
কোহলির আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে পাঁচটি ডাবল সেঞ্চুরি করেছিলেন। মজার কথা অন্য ভারতীয় অধিনায়করা সবাই মিলে মাত্র চারটি ডাবল সেঞ্চুরি করেছিলেন!
ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে পরপর দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন কোহলি। নাগপুরে দ্বিতীয় টেস্টে ২০৪ রান করেছিলেন তিনি।
এদিন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নামা রোহিত শর্মা ৬৫ রান করেন। আগের দিন ওপেনার মুরালি বিজয় ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি (১৫৫) করেছিলেন। শ্রীলঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট পান লাকশান সান্দাকান। দুটি উইকেট নেন লাহিরু গামাগে। আর একটি উইকেট পান দিলরুয়ান পেরেরা।
এর আগে ফিরোজ শাহ কোটলায় ম্যাচের প্রথম দিন প্রথম আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে তিন টেস্টের সিরিজে টানা তিন ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ২৯ বছর বয়সী কোহলি। এই ব্যাটিং জিনিয়াস সাদা পোশাকে ৬৩তম ম্যাচে এসে পাঁচ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন। এটি তার ২০তম টেস্ট শতক। এক সিজনে সব ফরমেট মিলিয়ে কোহলির সেঞ্চুরি সংখ্যা এখন ১১টি। শচীন টেন্ডুলকারের চেয়ে একটি কম।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৭
এমএমএস