ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০ অ্যাশেজের নিষ্পত্তি তৃতীয় টেস্টেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
১০ অ্যাশেজের নিষ্পত্তি তৃতীয় টেস্টেই ছবি: সংগৃহীত

পার্থে ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই টেস্ট সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধার করার মধ্য দিয়ে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে অজিরা।

এ নিয়ে দশমবারের মতো তৃতীয় টেস্টেই পাঁচ বা বেশি সংখ্যক ম্যাচের অ্যাশেজ সিরিজের নিষ্পত্তি হলো। ৯ বারই জিতেছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের একমাত্র কীর্তিটি বহু আগের (১৯২৮-২৯)।

পার্থের ওয়াকা (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন) গ্রাউন্ডে ইংলিশদের বিপক্ষে টানা আটটি টেস্ট জিতলো অজিরা। যার শুরুটা হয়েছিল ১৯৯১ সালে। ১৯৮৬ সালে শেষবার জয় ধরা দেয়নি স্বাগতিক শিবিরে। ওই টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল।

ক্রিসমাসের পরদিন বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে দু’দল। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ টেস্ট শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ৩-০ তে এগিয়ে গেল স্টিভেন স্মিথের দল। ব্রিসবেনে ১০ উইকেটে হারের লজ্জার পর অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ১২০ রানে পরাজয় বরণ করেন রুট-কুক-ব্রড-অ্যান্ডারসনরা।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।