ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত সোহাগ গাজী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত সোহাগ গাজী ছবি:সংগৃহীত

ঢাকা: মাত্র একটি রান! তাহলেই জাতীয় ক্রিকেট লিগে চলতি মৌসুমে সেঞ্চুরি দিয়ে শেষটা করতে পারতেন বরিশাল বিভাগের স্পিন অলরাউন্ডার সোহাগ গাজী। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হলো ব্যক্তিগত ৯৯ রানে সাজেদুল ইসলামের বলে নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে।

এই রান সংগ্রহ করতে সোহাগ খেলেছেন ১০৪টি বল। যেখানে ছিলো ১৩টির চার ও  একটি ছয়ের মার।

আর তার এই মৃদু ঝড়ো সংগ্রহে ১৯তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম দিন শেষে রংপুর বিভাগের বিপক্ষে ৬ উইকেটে ২৮০ রানের সংগ্রহ করেছে বরিশাল বিভাগ।

সোহাগ গাজীর পরে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রাহক দলের মিডল অর্ডারের ব্যাটসম্যান মোহাম্মদ নুরুজ্জামান। দিন শেষে ৫১ রানে তিনি অপরাজিত আছেন। আর ব্যক্তিগত ৫০ রানে তানভির হায়দারের ঘূর্ণিতে বোল্ড আউট হয়ে ফিরেছেন টপ অর্ডারের আল-আমিন।

এদিকে রংপুরের হয়ে বল হাতে শুভাশিষ রায় ও তানভির হায়দার ২টি করে এবং সাজেদুল ইসলাম ও আরিফুল হক নিয়েছেন ১টি করে উইকেট।

এর আগে বুধবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বরিশাল বিভাগ।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।