ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কোহলি ছবি:সংগৃহীত

আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারিফিল্ড সোবার্স জিতলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এ নিয়ে টানা দুই বছর ভারতীয় ক্রিকেটাররা এই খেতাবটি জিতলেন। গতবার জিতেছিলেন দেশটির স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করেন কোহলি। এ সময় ৭৭.৮০ গড়ে আটটি সেঞ্চুরিতে টেস্টে ২২০৩ রান করেন তিনি।

আর সাতটি সেঞ্চুরিতে ৮২.৬৩ গড়ে ১৮১৮ ওয়ানডে রান করেন এই তারকা। এছাড়া ক্রিকেটের সবচেয়ে সক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতেও অসাধারণ কেটেছে তার। ১৫৩ স্ট্রাইক রেটে করেন ২৯৯ রান।

এদিকে কোহলি বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। তবে টেস্টের বর্ষসেরার পুরস্কার উঠেছে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের হাতে। পাকিস্তানের পেসার হাসান আলী হয়েছেন তরুণ উদীয়মান ক্রিকেটার। আর সহযোগি দেশের সেরা ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান।

টি-টোয়েন্টির বর্ষসেরা পারফর্মার হয়েছে ভারতের স্পিনার যুযভেন্দ্র চাহাল। ইংল্যান্ডের বিপক্ষে তিনি ২৫ রানে ছয়টি উইকেট নিয়েছেন। সেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন মারাইস এরাসমাস। আইসিসি স্পিরিট অব ক্রিকেটার ইংল্যান্ডের নারী ক্রিকেটার আনা শ্রাবসোল। আর আইসিসি সমর্থকদের বর্ষসেরা মুহূর্ত, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়।

আইসিসি পুরস্কার বিজয়ী ২০১৭:

#আইসিসি পুরুষ ক্রিকেটারের স্যার গারিফিল্ড সোবার্স ট্রফি-বিরাট কোহলি (ভারত)।
#আইসিসি পুরুষ টেস্ট ক্রিকেটার-স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)।
#আইসিসি পুরুষ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার-বিরাট কোহলি (ভারত)।
#আইসিসি পুরুষ উদীয়মান সেরা ক্রিকেটার-হাসান আলী (পাকিস্তান)।
#আইসিসি পুরুষ সহযোগি ক্রিকেটার-রশিদ খান (আফগানিস্তান)।
#আইসিসি পুরুষ টি-২০ পারফরম্যান্স অব দ্য ইয়ার-যুযভেন্দ্র চাহাল (ভারত)।
#আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার-ডেভিড শেফার্ড ট্রফি-মারাইস ইরাসমাস।
#আইসিসি স্পিরিট অব ক্রিকেট-আনা শ্রাবসোল (ইংল্যান্ড)।
#আইসিসি সমর্থক মুহূর্ত-চ্যাম্পিয়ন্স ট্রফির ২০১৭ সালের ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।