ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে পেস বোলিং সংকট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
অজিদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে পেস বোলিং সংকট ছবি: সংগৃহীত

৪-০ তে অ্যাশেজ জিতে উড়তে থাকা অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মাটিতে নামায় ইংল্যান্ড। অজিদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু সমতায় ফেরার ম্যাচে বোলিং সংকটে স্বাগতিক শিবির। ভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন জশ হ্যাজলউড।

প্রথম ওয়ানডেতে বিশ্রামে ছিলেন হ্যাজলউড। ব্রিসবেনে ফেরার কথা ছিল।

অসুস্থততার কারণে মাঠে নামার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। তার অনুপস্থিতিতে দু’টি টি-টোয়েন্টি খেলা তরুণ ফাস্ট বোলার জাই রিচার্ডসনের ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে।

মেলবোর্নে চারদিন আগে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিনশ’র বেশির রানের স্কোর গড়েও পাঁচ উইকেটে হেরে মাঠ ছাড়ে স্টিভেন স্মিথের দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ধরাশায়ী ইংলিশরা দাপটের সঙ্গেই সীমিত ওভারের লড়াই শুরু করলো।

শুক্রবার (১৯ জানুয়ারি) দ্বিতীয় ওডিআইতে মুখোমুখি হবে দু’দল। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে। বাকি তিন ম্যাচ যথাক্রমে ২১, ২৬ ও ২৮ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।