ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের ৬ হাজার রান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
তামিমের ৬ হাজার রান তামিমের ৬ হাজার রান। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: গেল ১৯ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের চলমান আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্মেট মিলে ১১ হাজার রানার অনন্য মাইলফলকটি ছুঁয়েছেন তামিম ইকবাল।

সপ্তাহ অতিক্রম না যেতেই ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলকটিও ছুঁয়ে ফেললেন টাইগারদের এ ওপেনিং ব্যাটসম্যান। তিনিই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান যার সংগ্রহে এতগুলো রান।

টুর্নামেন্টে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ দিয়ে এ মাইলফলকে পৌঁছে যান তিনি। ওয়ানডে ফর্মেটের অনন্য এই চূড়ায় যেতে তার প্রয়োজন ছিল ৬৬ রান। যা কালবিলম্ব না করে নিজের করে নিলেন এই বাঁহাতি ড্যাশিং ওপেনার। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রান করে দাঁড়িয়েছিলেন ৫৯৩৪ রানে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিজের ১৭৭তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে দৃঢ় ব্যাটিংয়ে ক্যারিয়ারের ৪১তম ওয়ানডে ফিফটি তুলে নেওয়া তামিম ৩৪তম ওভারে গ্রায়েম ক্রেমারের প্রথম বলে সিঙ্গেলসের সহায়তায় ৬ হাজার রান স্পর্শ করেন।

১৮৩ ম্যাচে ৫৩৩৫ রান নিয়ে তামিমের পরেই আছেন টাইগারদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ১৮২ ম্যাচে ৪৬৬৮ রানে তিন নম্বরে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এইচএল/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।