ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জুনায়েদ সিদ্দিকের জোড়া সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জুনায়েদ সিদ্দিকের জোড়া সেঞ্চুরি ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রাজশাহীতে হওয়া উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের তৃতীয় রাউন্ডের ম্যাচটি ড্র হয়েছে। তবে দারুণ এক কীর্তি গড়লেন উত্তরাঞ্চলের ওপেনার জুনায়েদ সিদ্দিক। দুই ইনিংসেই সেঞ্চুরি উদযাপন করলেন এ বাঁহাতি।

সক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল-৪০৮ ও ৩৫৬/৫ (৭১.৩ ওভার)
দক্ষিণাঞ্চল-৪৩৩

শেষ দিন জুনায়েদের সঙ্গে তিন অঙ্কের ঘরে ওয়ানডে ব্যাটিংয়ে পৌঁছে যান আরিফুল হক। পাঁচ উইকেট হারিয়ে ৩৫৬ রানে দিন শেষ হয় দলটির।

জুনায়েদ শেষ পর্যন্ত ১৭০ বলে ১৬টি চার ও এক ছক্কায় ১৫০ করে বিদায় নেন। আর আরিফুল ১১২ বলে ছয়টি চার ও সমান ছক্কায় ১০৩ করে অপরাজিত থাকেন।

এর আগে ৪৩৩ রানে দক্ষিণাঞ্চলের ইনিংস শেষ হয়।

ম্যাচে সেরার পুরস্কার পান জুনায়েদ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।