ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া ওডিআই দলে এনগিদি-জোন্ডো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
প্রোটিয়া ওডিআই দলে এনগিদি-জোন্ডো লুঙ্গি এনগিদি-ছবি:সংগৃহীত

ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে লুঙ্গি এনগিদি ও খায়া জোন্ডো। এ দু’জন ওয়ানডে ফরম্যাটে আগে না খেললেও জোন্ডো ২০১৫ সালে ভারত সফরে দলে ছিলেন।

আর এনগিদি তিনটি টি-টোয়েন্টি খেললেও কোনো ওডিআই খেলেননি। গত জানুয়ারিতে ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি।

তাকে চ্যাম্পিয়নস ট্রফিতেও বিবেচনা করা হয়নি।

প্রোটিয়া দলে ফিরেছেন পেসার মরনে মরকেল ও ক্রিস মরিস। যারা ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি। নেওয়া হয়েছে স্পিনার তাবরাইজ শামসিকে। যিনি মূল স্পিনার ইমরান তাহিরের সহযোগি হিসেবে থাকবেন।

দলে বাদ পড়াদের মধ্যে ফারহান বেহারদিনের নামটা বিস্ময় সৃস্টি করেছে। যেখানে তার পরিবর্তে ছয় নম্বর ব্যাটিংয়ে জোন্ডোকে ভাবা হচ্ছে।

আগামী ১ ফেব্রুয়ারি ডারবানে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিল ফেলুকওয়াও, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, খায়া জোন্ডো।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।