ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে সাকিবের চেয়েও দামি মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আইপিএলে সাকিবের চেয়েও দামি মোস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আইপিএলের এবারের আসরের নিলামে স্বদেশী আইকন সাকিব আল হাসানের চেয়েও বেশি দাম পেলেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দ্রাবাদের পর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মু্ম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের বোলিং সেনসেশন।

মোস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে লুফে নিয়েছে রোহিত শর্মার মুম্বাই। ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি।

২ কোটি রুপিতে বাংলাদেশের আরেক সুপারস্টার সাকিবকে দলে ভিড়িয়েছে মোস্তাফিজেরই সাবেক ক্লাব সানরাইজার্স হায়দ্রাবাদ।

প্রতিভাবান পেসার মোস্তাফিজের জন্য প্রথমে কোনো ফ্র্যাঞ্চাইজি বিড করেনি। বেশ দেরিতে আওয়াজ তোলে দিল্লি ডেয়ারডেভিলস। প্রতিদ্বন্দ্বিতার জানান দেয় মুম্বাই।

একটা লম্বা বিরতির পর দিল্লির টেবিল থেকে মুম্বাইকে পাল্টা চ্যালেঞ্জ জানানো হয়। মোস্তাফিজের মূল্য বেড়ে দাঁড়ায় ২ কোটি রুপি। মুম্বাই তা বাড়িয়ে ২.২ কোটিতে নিয়ে যায়। আর আগ বাড়ায়নি ডেয়ারডেভিলস।

ম্যাচ কার্ড সুবিধা ব্যবহার করেনি সানরাইজার্স। অর্থাৎ তারা টানা তৃতীয় সিজনে ‘কাটার মাস্টারকে’ দলে চায় না। ব্যস, মুম্বাই স্কোয়াডে নিশ্চিত হয়ে যায় মোস্তাফিজের নাম। উল্লেখ্য, বিডিংয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দর হাঁকালেও একই দামে তাকে কিনে নেওয়ার অধিকার রাখে উক্ত খেলোয়াড়ের সবশেষ টিম। একেই বলে ‘রাইট টু ম্যাচ কার্ড’।

কলকাতার ঘরের ছেলে বনে যাওয়া সাকিবকে এবার ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ১৬ জনের এলিট ক্যাটাগরির নিলামে ভিত্তিমূল্যের দ্বিগুণ দামে বিক্রি হন বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথমে বিড করে সানরাইজার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সাকিবকে পেতে ২ কোটি রুপি দর হাঁকায় হায়দ্রাবাদ। ভিত্তিমূল্যের উপরে আর কোনো বিড করেনি বিরাট কোহলির বেঙ্গালুরু। তাতেই ‘স্বল্প দামে’ হাইপ্রোফাইল সাকিবকে পেয়ে যায় ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স টিম। মোস্তাফিজের বিদায়ে আরেক বাংলাদেশিকে পেল ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
এমআরএম

অারও পড়ুন...
** ২ কোটিতে সাকিবকে কিনে নিল হায়দ্রাবাদ
** আইপিএল নিলামে দল পাননি গেইল!
** আইপিএলে কোন দল কাকে ধরে রাখলো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।