ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাইজুলের অনাকাঙ্ক্ষিত ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
তাইজুলের অনাকাঙ্ক্ষিত ডাবল সেঞ্চুরি ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এমন এক মাইলফলক স্পর্শ করেছেন, যা কোনো বোলারই প্রত্যাশা করেন না। একটি দুটি নয় এক ইনিংসে গুনে গুনে তিনি ২’শ রান দিয়েছেন।

সাগরিকায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশনের ৬৪তম ওভারে অনাকাঙ্ক্ষিত এই মাইলফলক স্পর্শ করেন তাইজুল।

এর আগে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড যৌথভাবে ছিল মোহাম্মদ রফিক ও সোহাগ গাজীর।

২০০৭ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ৪৮ ওভারে ১৮১ রান দিয়েছিলেন রফিক। এরপর ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪৫ ওভারে ১৮১ রান দিয়ে রফিকের সেই রেকর্ড স্পর্শ করেন সোহাগ গাজী।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ৫১ ওভারে ১৭৯ রান দিয়েছিলেন তাইজুল। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে মেহেদি হাসান মিরাজ ১৭৮ দিয়েছিলেন ৫৬ ওভারে।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার বিশ্ব রেকর্ড চাক ফ্লিটউড-স্মিথের। ১৯৩৮ সালে অ্যাশেজের ওভাল টেস্টে ৮৭ ওভার বোলিং করে ২৯৮ রান দিয়েছিলেন এই অজি স্পিনার।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।