ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নওগাঁয় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
নওগাঁয় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় জেলা পর্যায়ে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের আহ্বায়ক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজানুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার ফারজানা হক, প্রাইম ব্যাংক লি: নওগাঁ শাখার এ্যাসি: ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যাঞ্চ সিদ্দীক আহমেদ প্রমুখ।

টুর্নামেন্টে জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান লিগ ভিত্তিক ২ গ্রুপে অংশগ্রহণ করছে।

২০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ জেলা স্কুল ও জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।