ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকা লিগে মোহামেডানের বাজে শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ঢাকা লিগে মোহামেডানের বাজে শুরু মোহামেডানের হয়ে ফিফটি তুলে নেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৭-১৮ মৌসুমের শুরুটা মোটেও ভাল হলো না দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। নিজেদের প্রথম ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে হোঁচট খেল। তাদের দেয়া ২৩১ রানের লক্ষ্য ব্রাদার্স ছুঁয়ে ফেলেছে ৫ উইকেটের বিনিময়ে। হাতে ছিল আরও ২ ওভার ৪ বল।

এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেএসপির ৩ নাম্বার মাঠে ব্রাদার্সের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে শামসুর রহমান শুভর ৮৫ ও স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর পাকিস্তান দলে ব্রাত্য সালমান বাটের ৬২ রানে ৮ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ২৩০ রান করে মোহামেডান।

ব্রাদার্সের হয়ে বল হাতে সোহরাওয়ার্দী শুভ ২টি এবং ইফতেখার রনি, খালেদ আহমেদ, মেহেদি হাসান রানা ও অলোক কাপালি ১টি করে উইকেট নেন।

জবাবে, ২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে অলোক কাপালির অপরাজিত ৯৫, জন সিম্পসনের ৩৯ ও সোহরাওয়ার্দী শুভর অপরাজিত ৩০ রানে ৫ উইকটের খরচায় লক্ষ্যে পৌঁছে ব্রাদার্স ইউনিয়ন।

মোহামেডানের হয়ে বল হাতে কাজী অনীক ও এবাদত হোসেন ২টি করে এবং শুভাশীষ রায় পেয়েছেন ১টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।