ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রত্যাবর্তনে রেকর্ডবুকে রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
প্রত্যাবর্তনে রেকর্ডবুকে রাজ্জাক ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চার বছর পর টেস্ট একাদশে প্রত্যাবর্তন। দলে ফিরেই নিজের জাত চেনালেন ৩৫ বছর বয়সী আব্দুর রাজ্জাক। সাদা পোশাকে ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিয়েছেন এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। রাজ্জাকের স্পিন ঘূর্ণিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ধুঁকছে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ।

চারটি উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন রাজ্জাক। টেস্টে এর আগে কখনোই ইনিংসে তিন উইকেটের বেশি নিতে পারেননি তিনি।

টেস্ট ম্যাচেই তার সেরা সাফল্য চার উইকেটে। সেটিই ইনিংসেই ছুঁয়ে ফেললেন।

ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানের অভাবটা বল হাতে পুষিয়ে দিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিচ্ছেন রাজ্জাক। ক্যারিয়ারে খুব বেশি টেস্ট খেলতে পারেননি প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মালিক। ১২ টেস্টে উইকেট ২৩টি। রঙিন পোশাকে ১৫৩ ওয়ানডেতে তার নামের পাশে ২০৭টি উইকেট। টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ৪৪।

এই ম্যাচ জিতলে বা ড্র করলেও ওয়েস্ট ইন্ডিজকে টপকে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের অাট নম্বরে নাম লেখাবে টিম বাংলাদেশ। ড্রয়ে নিষ্পত্তি হয় রান উৎসবের চট্টগ্রাম টেস্ট। দুই ম্যাচের সিরিজ নির্ধারণী টেস্টে শেষ হাসি কারা হাসবে সেটিই এখন দেখার বিষয়! স্পিনাররা যে দাপট দেখাবে তা রাজ্জাকের রাজকীয় প্রত্যাবর্তনেই স্পষ্ট।

প্রথম ইনিংসে ২২২ রানে গুটিয়ে গেছে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। আর উইকেট নিতে পারেননি রাজ্জাক। ১৬ ওভারে দুই মেডেনে ৬৩ রান দিয়েছেন। সমান চারটি উইকেট দখল করেছেন স্পিন সঙ্গী তাইজুল ইসলাম। অন্য দু’টি নিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।