ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানের টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
মোহামেডানের টানা দ্বিতীয় হার ...

কোথায় হারিয়ে গেল এক সময়ের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব? দলটির সুনাম এখন কেবল অতীত। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান আসরে প্রথম দুই ম্যাচেই হার মেনেছে দলটি। সর্বশেষ লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ৬২ রানে পরাজিত হলো শামসুর রহমানে নেতৃত্বে মোহামেডান।

ফতুল্লাহ’র খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রুপগঞ্জ। যেখানে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩১ রান করে দলটি।

সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার আব্দুল মাজিদ। অভিষেক মিত্রা ৪৫ ও তুষার ইমরান ৪০ রান করেন।

 মোহামেডান বোলারদের মধ্যে তরুণ কাজী অনিক ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে পাঁচটি উইকেট দখল করেন। দুটি উইকেট পান এনামুল হক।

২৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মোহামেডান। দলের কেউই অর্ধশতকের দেখা পাননি। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক শামসুর। শেষ পর্যন্ত তারা ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ করতে সমর্থ হয়।

রুপগঞ্জ বোলারদের মধ্যে মোশাররফ হোসেন সর্বোচ্চ চার উইকেট পান। তিনটি করে উইকেট দখল করেন মোহাম্মদ শহীদ ও আসিফ হাসান।

টানা দুই হারে ১২ দলের মধ্যে পয়েন্ট টেবিলে মোহামেডানের বর্তমান অবস্থান ১০ নম্বরে। আর এক জয় ‍সমান হারে রুপগঞ্জ পাঁচে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।