ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিজয় দিবস টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রিভাইব ক্লাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বিজয় দিবস টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রিভাইব ক্লাব ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরায় বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন হয়েছে রিভাইব ক্লাব। তারা মাত্র তিন রানে গ্ল্যাডিউলাস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার এ গৌরব অর্জন করে। রোববার (১১ ফেব্রয়ারি) বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমে ব্যাট করে রিভাইব ক্লাব ২০ ওভারে সাত ইউকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। জবাবে গ্ল্যাডিউলাস ২০ ওভারে ৮ ইউকেটে ১৩৯ রান করতে সমর্থ হয়।

খেলা শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবু সুফিয়ানের সভাপতিত্বে জেলা প্রশাসক আতিকুর রহমান প্রধান অতিথি ও পুলিশ সুপার মুনিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনালে  অংশগ্রহনকারী দুইটি দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মাননীয় প্রধান মন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর-এর পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।