ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১৫৪ রানে হার, একই ব্যবধানে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
১৫৪ রানে হার, একই ব্যবধানে জয় ছবি: সংগৃহীত

আমিরাতে আফগানিস্তানের কাছে ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রথম ওয়ানডেতেও অসহায় আত্মসমর্পণ জিম্বাবুয়ের। দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। কাকতালীয়ভাবে রানের ব্যবধান  একই। দলীয় স্কোরও এক! উইকেট পতনও! ১৫৪ রানে হারের পর ১৫৪ রানের জয়ে সমতায় ফিরেছে জিম্বাবুইয়ানরা।

অদ্ভুত কাকতালই বলা চলে। দুই ম্যাচেই দুই দলের দলীয় সংগ্রহ যেমন এক।

জয়-পরাজয়ের ব্যবধানও! গত বছরের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের জার্সিতে প্রত্যাবর্তনের পর প্রথম সেঞ্চুরি উদযাপন করেছেন ব্রেন্ডন টেইলর। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তার ব্যাটে ভর করে পাঁচ উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৩ রান তোলে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে ঠিক পাঁচ উইকেটেই ৩৩৩ রান করেছিল আফগানরা।

সেঞ্চুরি হাঁকিয়ে ১২৫ রানে থামেন টেইলর। ৮ রানের জন্য শতক বঞ্চিত হন সিকান্দার রাজা (৯২)। ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে আসে ৪৮।

চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে ৩০.১ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় আফগানদের ব্যাটিং লাইনআপ। আগের ম্যাচে চেজ করতে গিয়ে এই রানেই জিম্বাবুয়ের সবকটি উইকেটের পতন হয়েছিল।

সর্বোচ্চ ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ১০ নম্বরে নামা পেসার দাওলাত জাদরান। রহমত শাহ ৪৩ ও মোহাম্মদ নবী ৩১ রানে সাজঘরের পথ ধরেন।

একই ভেন্যুতে আগামী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।