ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কিউই ওডিআই দলে ফিরলেন সোধি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
কিউই ওডিআই দলে ফিরলেন সোধি ছবি: সংগৃহীত

লেগ স্পিনার ইশ সোধি আগেই ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ছিলেন। যেখানে গত বছরের মে মাসে সর্বশেষ ‍ওডিআই খেলেছেন তিনি। তবে এবার দলের স্পিন শক্তি আরও মজবুত করতে পুরো সিরিজে রাখা হয়েছে তাকে।

টি-টোয়েন্টিতে এমনিতেই কিউইদের প্রথম পছন্দের স্পিনার সোধি। সম্প্রতি তিনি এই ফরম্যাটে শীর্ষ বোলারও হয়েছেন।

সে গত ১০টি ম্যাচে ৮.২৫ ইকোনোমিতে ৯টি উইকেট নিয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৫-০তে জেতা দলই মূলত ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শুধুমাত্র বাদের তালিকায় ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার ও ফাস্ট বোলার সেথ রেন্স রয়েছেন। পরিবর্তে দলে ঢুকেছেন সোধি।

আগামী ২৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কিউইরা।

নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।