ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্রাদার্সের বিপক্ষে গাজীর রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
ব্রাদার্সের বিপক্ষে গাজীর রোমাঞ্চকর জয় .

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২৭৪ রানের লক্ষ্যটা ৫ বল হাতে রেখে টপকে যায় তারা। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ৭১ রানের অপরাজিত ইনিংসে জয়ের নায়ক ভারতের গুরকিরাত সিং।

বৃথাই যায় গুরকিরাতের স্বদেশী ব্রাদার্সের দেবব্রত দাসের ১১২ রানের অপরাজিত ইনিংস। গাজীর অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৬৫।

৫৭ রান করেন মুমিনুল হক।

এর আগে বিকেএসপিতে টসে হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে স্কোরবোর্ডে পাঁচ উইকেটে ২৭৩ রান তোলে অলক কাপালির ব্রাদার্স ইউনিয়ন। দেবব্রতর সেঞ্চুরির সঙ্গে অর্ধশতক হাঁকান ইয়াসির আলী (৫৪)। ওপেনার জুনায়েদ সিদ্দিক ৪৩, দলপতি কাপালি করেন ৪১।

পাঁচ ম্যাচ শেষে গাজী ও ব্রাদার্স দু’দলেরই জয়-পরাজয় সমান। দুই জয়ের বিপরীতে তিনটি হার।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।