ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোহলির পরিবর্তে ভারতের নেতৃত্বে রোহিত!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
কোহলির পরিবর্তে ভারতের নেতৃত্বে রোহিত! কোহলির পরিবর্তে ভারতের নেতৃত্বে রোহিত!-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ‘নিদাহাস ট্রফি’তে অন্য ভারতকে দেখা যেতে পারে। যেখানে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির পরিবর্তে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা। এছাড়া আরও চার ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে অভিষেক হতে পারে নতুনদের। এমনটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

কোহলির পাশপাশি মাহেন্দ্র সিং ধোনি, ভুবেনশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে এই সিরিজে বসিয়ে রাখা হতে পারে।

কোহলি যে এই সিরিজে খেলছেন না, তা আগেই দেশটির সংবাদ মাধ্যমগুলোতে গুঞ্জন উঠেছিল।

এবার তালিকাটা আরও বড় হলো।

ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। আজই (২৪ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির মধ্যদিয়ে সফরের শেষ ম্যাচ খেলবে ভারত। যেখানে গত প্রায় দুই মাস ধরে সেখানে রয়েছে তারা। তাই কোহলিসহ সিনিয়রদের বিশ্রাম দেওয়ার চিন্তা করছে বিসিসিআই।

ত্রিদেশীয় সিরিজে অন্য দুই দল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগামী ৬ মার্চ শুরু হবে টুর্নামেন্টটি। আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে রবিন রাউন্ড পদ্ধিতিতে দু’বার করে খেলবে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।