ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবের শীর্ষস্থানে ম্যাক্সওয়েল, রশিদের বাজিমাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সাকিবের শীর্ষস্থানে ম্যাক্সওয়েল, রশিদের বাজিমাত সাকিব, ম্যাক্সওয়েল ও রশিদ খান / ছবি: সংগৃহীত

আঙুলের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে দর্শক হয়ে ছিলেন। যার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। তিন ফরমেটেই বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার তকমা হারিয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সবার উপরে শোভা পাচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলের নাম।

টি-টোয়েন্টির তিনটি ক্যাটাগরিতেই শীর্ষস্থানে এসেছে পরিবর্তন। সম্প্রতি কণিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইসিসির টপ র‌্যাংক পজিশনে নাম লেখান আফগানিস্তান সেনসেশন রশিদ খান।

ওয়ানডেতে জাসপ্রিত বুমরাহর সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানের মযার্দা লাভ করেন।

এবার ‘ডাবল’ পূর্ণ করলেন লেগস্পিন জিনিয়াস। শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেটের পুরস্কার পেয়েছেন। এক ধাপ এগিয়ে সেরার আসনে বসলেন ১৯ বছরের রশিদ। রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৭৫৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশ সোধি ৫৯ পয়েন্ট পেছনে।

নিউজিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ (অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন), দক্ষিণ আফ্রিকায় ভারতের ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জয় ও বাংলাদেশে শ্রীলঙ্কার ২-০ তে দুই ম্যাচের সিরিজ জয় বিবেচনায় নিয়ে র‌্যাংকিং আপডেট করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ব্যাটসম্যানদের মধ্যে তিন ধাপ এগিয়ে বাজিমাত করেছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজটিতে ১৭৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট প্রায় ২১০! ২৩৩ রান ও তিন উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন ম্যাক্সওয়েল। পাঁচ ধাপ উন্নতিতে মুনরোর পরেই তার অবস্থান। দু’জনের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ২ (৮০১ ও ৭৯৯)।

অলরাউন্ড র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে সাকিবের অবস্থান দখল করেছেন ম্যাক্সওয়েল। রেটিং পয়েন্টেও বেশ এগিয়ে রয়েছেন। যথাক্রমে ৩৯০ ও ৩২৬। বোলিংয়ে এক ধাপ পিছিয়ে দশে নেমে এসেছেন সাকিব।

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেও টেস্ট ও ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ আইকনের নাম্বার ওয়ান অলরাউন্ডার পজিশন অক্ষত। ওয়ানডেতে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। দু’জনের রেটিং পয়েন্ট ৩৬০ ও ৩৩৯। টেস্টে ৩০ পয়েন্ট ব্যবধানে (৪২১ ও ৩৯১) পিছিয়ে ভারতের রবিন্দ্র জাদেজা।

টি-২০ টিম র‌্যাংকিংয়ে ১ পয়েন্ট অর্জন করেছে ভারত (১২২)। ১ পয়েন্ট হারিয়েছে দ. আফ্রিকা (১১১)। অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে তৃতীয় ও সপ্তম। ১২৬ পয়েন্ট নিয়ে সবার উপরে পাকিস্তান। সমান পয়েন্ট হলেও ভগ্নাংশ হিসেবে পিছিয়ে অস্ট্রেলিয়া। চার নম্বরে নিউজিল্যান্ড (১১৫)। ১ পয়েন্ট করে পিছিয়ে পাঁচে ওয়েস্ট ইন্ডিজ ও ছয়ে ইংল্যান্ড। রশিদের আফগানিস্তান ৮৮ পয়েন্টে ৯-এ। ৩ পয়েন্ট এগিয়ে আটে শ্রীলঙ্কা। দশম স্থানে বাংলাদেশ। রেটিং পয়েন্ট ৭২।

শীর্ষ ১০ ব্যাটসম্যান: কলিন মুনরো (+৩), গ্লেন ম্যাক্সওয়েল (+৫), বাবর আজম (-২), অ্যারন ফিঞ্চ (-২), মার্টিন গাপটিল (+৬), বিরাট কোহলি (-৩), এভিন লুইস (-২), লোকেশ রাহুল (-২), অ্যালেক্স হেলস (-১), মোহাম্মদ শাহজাদ (+২)।

সেরা দশ বোলার: রশিদ খান (+১), ইশ সোধি (+১), স্যামুয়েল বদ্রি (+২), ইমাদ ওয়াসিম (+৩), জাসপ্রিত বুমরাহ (-১), মিচেল স্যান্টনার (-৫), মোস্তাফিজুর রহমান (+১), ইমরান তাহির (-৩), সুনীল নারাইন (+২), সাকিব আল হাসান (-১)।

টপ ফাইভ অলরাউন্ডার: গ্লেন ম্যাক্সওয়েল (+১), সাকিব আল হাসান (-১), মোহাম্মদ নবী, মারলন স্যামুয়েলস, জেপি ডুমিনি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।