ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রাব্বির আইডল মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
রাব্বির আইডল মাশরাফি .

সীমিত ওভারের অান্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। টেস্ট খেলেছেন ৫টি। শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজ সামনে রেখে আছেন বিশেষ পেস বোলিং ক্যাম্পে। বলছি কামরুল ইসলাম রাব্বির কথা। যার আইডল মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফির কাছ থেকে প্রতিনিয়ত শিখছেন ২৬ বছর বয়সী রাব্বি। অফকাটার শেখার মূলমন্ত্র এসেছে ‘নড়াইল এক্সপ্রেস’র কাছ থেকেই।

তার চোখে, মাশরাফি বাংলাদেশের সব ফাস্ট বোলারেরই আইডল।

মাশরাফিতে অভিভূত ডানহাতি রাব্বি। তার কথায়, ‘আমরা যখনই মাশরাফি ভাইকে পাই জানি না কে কীভাবে নেয়। আমি অফকাটার পুরোই মাশরাফি ভাইয়ের কাছে শিখেছি। উনি কিন্তু নতুন এবং পুরোনো বলে অনেক ভালো অফকাটার দেন। তার কাছ থেকে শিখছি। আমার মনে হয় প্রত্যেকটা বোলারই যখন মাশরাফি ভাইকে পায় কিছু শেখার চেষ্টা করে। ’

‘অবশ্যই তিনি বাংলাদেশের প্রত্যেকটা পেস বোলারের আইডল। নতুন বলে বলেন আর পুরোনো বলে বলেন, আমি মনে করি সব ফরম্যাটেই তিনি এখন পর্যন্ত সেরা। আমরা শেখার ট্রাই করবো এবং সামনে থেকে আরও বেশি শিখবো। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।