ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডেতে অনিশ্চিত উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
দ্বিতীয় ওয়ানডেতে অনিশ্চিত উইলিয়ামসন ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অনিশ্চিত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। হ্যামিস্ট্রিং স্ট্রেইনের চোটে ভুগছেন এই কিউই দলনেতা। এমনটি নিশ্চিত করেছেন কোচ মাইক হেসন।

হেসন আরও জানান, উইলিয়ামসন যদি বুধবারের (২৮ ফেব্রুয়ারি) খেলতে না পারে, তবে দলকে নেতৃত্ব দেবে পেসার টিম সাউদি। আর মিডলঅর্ডার ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানকেও তৈরি রাখা হয়েছে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। মাউন্ট মাউঙ্গাউনিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি দিবা-রাত্রির অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ওয়ানডে জয়ে আবার কিউইরা তাদেরই একটি মাইলফলক স্পর্শ করবে। ৫০ ওভারের ফরম্যাটে এর আগে টানা ১০ জয়ের রেকর্ড রয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।