ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির দিনে আবাহনীর প্রথম হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
মাশরাফির দিনে আবাহনীর প্রথম হার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা ছয় জয়ের পর প্রথম হারের স্বাদ পেল নাসির-মাশরাফির আবাহনী। শুক্রবার (২ মার্চ) বিকেএসপিতে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৯ রানের জয়োল্লাসে মাতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৭ করতে সমর্থ হয় আবাহনী। বল হাতে চার উইকেটশিকারি মাশরাফির ব্যাট থেকে আসে ২২।

৪৯তম ওভারের প্রথম বলে তার আউটে দলের জয়ের আশা নিভে যায়। স্কোর তখন ৯ উইকেটে ২২৪।

দুর্দান্ত ইনিংস খেলে ব্যক্তিগত ৭৫ রানে রানআউটের শিকার ওপেনার সাইফ হাসান। ৪২তম ওভারে তার বিদায়ে ১৭৬ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে। শেষ পর্যন্ত টানা সাত ম্যাচ জয়ের লক্ষ্য পূরণ হয়নি আবাহনীর। বৃথাই যায় অধিনায়ক নাসির হোসেনের ৬৫। এনামুল হক বিজয় ৫, মোসাদ্দেক হোসেন সৈকত ১৬, মোহাম্মদ রাকিব ২৫ রান করেন। চারটি উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। জেতেন ম্যাচসেরার পুরস্কার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪৬ রান তোলে প্রাইম ব্যাংক। ৮৪ রানের ইনিংস খেলেন আল আমিন। উদীয়মান জাকির হাসান করেন ৬২। ভারতের ইউসুফ পাঠান ২৮ রানে সাজঘরে ফেরেন।  মাশরাফির বোলিং জাদু চলছেই

১২ দলের পয়েন্ট টেবিলে সাত ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আবাহনী লিমিটেডের দখলেই। তৃতীয় জয়ের দেখা পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ পয়েন্টে সাত নম্বরে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।