ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিদাহাস ট্রফি থেকে ছিটকেই গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
নিদাহাস ট্রফি থেকে ছিটকেই গেলেন সাকিব নিদাহাস ট্রফি থেকে ছিটকেই গেলেন সাকিব-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অবশেষে চূড়ান্ত দুঃসংবাদই পেল বাংলাদেশ ক্রিকেট দল।শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে ইনজুরির কারণে কোনো ম্যাচই খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে দলের নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিবের পরিবর্তে টাইগারদের ১৬ সদস্যের দলে নেওয়া হয়েছে লিটন দাশকে। নিদাহাস ট্রফি থেকে ছিটকেই গেলেন সাকিব-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমদেশের মাটিতে গত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের কণিষ্ঠ আঙ্গুলে গুরুতর চোট পান সাকিব।

পরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও খেলা হয়নি তার। তবে বলা হয়েছিল নিদাহাস ট্রফিতে শুরুর দিকে খেলতে না পারলেও, টুর্নামেন্টে থাকবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছিটকেই পড়তে হলো।  

ইনজুরির কারণে কিছুদিন আগে সাকিব থাইল্যান্ডে গিয়ে চিকিৎসাও করিয়ে এসেছেন। কিন্তু তার পুরোপুরি সুস্থ হতে আরও বিশ্রামের প্রয়োজন।

নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়া তৃতীয় দল হিসেবে খেলবে ভারত। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমবাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাশ, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি ও আরিফুল হক।

আগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে টিম ইন্ডিয়া। দু’দিন পর বিরাট কোহলিদের চ্যালেঞ্জ জানাবে টাইগাররা।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এক নজরে দেখে নিন কবে কোন ম্যাচ থাকছে:

৬ মার্চ (মঙ্গলবার) – শ্রীলঙ্কা বনাম ভারত

৮ মার্চ (বৃহস্পতিবার) – বাংলাদেশ বনাম ভারত

১০ মার্চ (শনিবার) – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

১২ মার্চ (সোমবার) –শ্রীলঙ্কা বনাম ভারত

১৪ মার্চ (বুধবার) – বাংলাদেশ বনাম ভারত

১৬ মার্চ (শুক্রবার) – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

১৮ মার্চ (রোববার) – ফাইনাল

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।