ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিম-সাব্বিরের কাছে মোস্তাফিজের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
তামিম-সাব্বিরের কাছে মোস্তাফিজের হার ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের তিন আইকনের মুখোমুখি লড়াইয়ে তামিম-সাব্বিরের পেশোয়ার জালমির কাছে পাত্তাই পায়নি মোস্তাফিজের লাহোর কালান্দার্স। মাত্র ১০১ রানের মামুলি লক্ষ্যটা বিনা উইকেটেই অতিক্রম করেন তামিম ইকবাল ও কামরান আকমল।

তামিম ৩৭ ও আকমল ৫৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এ নিয়ে টানা পাঁচ ম্যাচেই হারের হতাশায় ডুবলো লাহোর।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে পেশোয়ারের বোলিং তোপে ১৭.২ ওভারে ১০০ রানেই গুটিয়ে যায় ব্রেন্ডন ম্যাককালামের দল।

ছবি: সংগৃহীতসর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার ফখর জামানের ব্যাট থেকে। অধিনায়ক ম্যাককালাম করেন ১৫। রানআউট হন ওমর আকমল (১৫)। তিনটি করে উইকেট দখল করেন হাসান আলী ও স্পিনার লিয়াম ডসন। দু’টি নেন ওয়াহাব রিয়াজ।

ছয় দলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে প্রথম জয়ের অপেক্ষার থাকা লাহোর। পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে হাফিজ-তামিমের পেশোয়ার। সমান ১ পয়েন্ট এগিয়ে মুলতান সুলতানস ও এক ম্যাচ কম খেলে শীর্ষস্থানধারী করাচি কিংস। চারে কোয়েটা গ্লাডিয়েটর্স (৫ ম্যাচে ৪) ও পাঁচে ইসলামাবাদ ইউনাইটেড (৪ ম্যাচে ৪)।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।