ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিমানবন্দরে তাসকিনকে বিদায় জানাতে এলেন বাবা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
বিমানবন্দরে তাসকিনকে বিদায় জানাতে এলেন বাবা ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফিতে অংশ নিতে ১৫ দিনের সফরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন প্রিয় পুত্র ও বাংলাদেশ ক্রিকেট দলের গতি তারকা তাসকিন। তাই তো তাকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেই হাজির হলেন এম এ রশিদ মনু।

রোববার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় নিজ গাড়িতে করে বাবাকে নিয়ে বিমানবন্দরে তাসকিন হাজির হলে আলোকচিত্রীদের ফ্রেমবন্দি হন দু’জনই।

এরপর বাবাকে বাইরে বিদায় জানিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করেন টাইগারদের এই ডানহাতি পেসার।

তার আগে টুর্নামেন্টে নিজের ও দলের লক্ষ্যের কথা জানিয়ে গেলেন।

তাসকিন বলেন, ‘আমার বিশ্বাস আমাদের সে সামর্থ্য আছে ভালো করার ও ঘুরে দাঁড়ানোর। ভালো শুরু হলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। ফাইনাল খেলার আশা আমাদের মধ্যে আছে, আমাদের সবার মধ্যেই আছে। '

আগামী ৬ মার্চ শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার উদ্বোধনী ম্যাচের দু’দিন পর নিজেদের প্রথম ম্যাচে ভারতকে মোকাবেলা করবে টাইগাররা।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।