ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কিউই নারী দলের বোলিং কোচ ওরাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
কিউই নারী দলের বোলিং কোচ ওরাম ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড নারী দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন পুরুষ দলের এক সময়ের তারকা অলরাউন্ডার জ্যাকব ওরাম। কিউই মেয়েদের সঙ্গে ১৮ মাসের চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। এর ফলে দলের অনুশীলন থেকে শুরু করে হোম ও ট্যুর ম্যাচে সঙ্গী হবেন ওরাম।

অবসরের পর অবশ্য নারী দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওরামের। এছাড়া দেশটির বড় মাপের নারীদের ক্রিকেটেও কোচিং করিয়েছেন তিনি।

নারীদের প্রধান কোচ টিফিনের কাছে সাক্ষাতকার দিয়ে তিন জনের লিস্ট থেকে ওরামকে নেওয়া হয়েছে।

২০০১ থেকে ২০১২ পর্যন্ত কিউই পুরুষ দলের প্রতিনিধি ছিলেন ৩৯ বছর বয়সী দীর্ঘকায় ওরাম। এ সময় তিনি জাতীয় দলের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২২৯টি ম্যাচ খেলেছেন। বাঁহাতি ব্যাটিংয়ে করেছেন সাড়ে চার হাজারের বেশি রান। আর ডানহাতি পেস বোলিংয়ে নিয়েছেন ২৫২টি উইকেট।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।