ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় গেলেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
শ্রীলঙ্কায় গেলেন সাকিব সাকিব আল হাসান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আঙ্গুলের চোট নিয়ে বেশ ভুগতে হচ্ছে সাকিব আল হাসানকে। কয়েক দফা চিকিৎসার পরও মাঠে নামতে পারছেন না বিশ্ব সেরা অলরাউন্ডার। এবার জানা গেছে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে অস্ট্রেলিয়া যাবেন তিনি। তার আগে শ্রীলঙ্কায় অবস্থান করবেন। যেখানে সাকিবকে ছাড়াই ত্রিদেশীয় টি-২০ সিরিজ মিশনে টিম বাংলাদেশ।

ঘরের মাঠে গত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলে গুরুতর চোট পান ‍সাকিব। সে ম্যাচে আর মাঠে নামা হয়নি।

পরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন মাঠের বাইরে। সর্বশেষ নিদাহাস ট্রফিতেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আজ ( মঙ্গলবার, ০৬ মার্চ) দুপুর ১টার সময় সাকিব শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিয়েছেন। পরে সেখান থেকে ৯ মার্চ অস্ট্রেলিয়ায় চিকিৎসা করাতে যাবেন তিনি।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতে ৮ মার্চ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে। সেই ম্যাচটি হয়তো মাঠে বসে দেখবেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।