ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিক্সিং অভিযোগ থেকে মুক্ত শামি চুক্তিতে ফিরলেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
ফিক্সিং অভিযোগ থেকে মুক্ত শামি চুক্তিতে ফিরলেন ছবি:সংগৃহীত

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে ভারতীয় পেসার মোহাম্মদ শামি মুক্তি পেলেন। তাকে এই ছাড়পত্র দিয়েছে বিসিসিআই। শামির স্ত্রী হাসিন জাহানের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি বোর্ডের দুর্নীতি-দমন শাখার প্রধান নীরাজ কুমারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে বলেছিল।

বৃহস্পতিবার বিসিসিআই ই-মেইলে জানিয়েছে, দুর্নীতি-দমন শাখার প্রধান নীরাজ কুমার গোপন রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, শামির বিরুদ্ধে ফিক্সিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হাসিন জাহান ফেসবুকে প্রথম শামির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তার পরেই প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাইয়ের নির্দেশে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সামির নাম বাদ দেওয়া হয়েছিল।

তবে মুক্তি মেলায় শামিকে ‘বি’ গ্রেডে চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যা থেকে বছরে তিন কোটি রুপি পাবেন তিনি। সেই সঙ্গে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে খেলতে আর কোনো বাধা রইল না শামির সামনে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।