ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ভিহারি-মিঠুনের ব্যাটে ২৭৯ রানের লক্ষ্য দিল আবাহনী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
ভিহারি-মিঠুনের ব্যাটে ২৭৯ রানের লক্ষ্য দিল আবাহনী ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে করতে পারেনি চলমান মৌসুমে দাপট দেখানো আবাহনী লিমিটেড। দলীয় ১৭ রানে এনামুল হক বিজয় (৮) ও নাজমুল হোসেন শান্তকে (৩) হারিয়ে অনেকটাই ব্যাকফুটে চলে যায় খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।

দলের ক্রান্তি লগ্নে জ্বলে ওঠেননি রাউন্ড রবিন লিগে দুর্দান্ত খেলা ওপেনার সাইফ হাসানও। মন্থর ব্যাটে ৩০ রান সংগ্রহ করতে লাগিয়েছেন ৬৩ বল।

এরপর মুমিনুল হকের স্পিন ফাঁদে পড়ে মাঠ ছেড়েছেন নাইম হাসানের তালুবন্দি হয়ে। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমসাইফের ফেরার পর মিডলঅর্ডারে নেমে আশানুরুপ ব্যাটিং উপহার দিতে পারেননি অধিনায়ক নাসির হোসেনও। নাইম ঘূর্ণিতে ইমরুল কায়েসের ক্যাচ হয়ে নিজের ইনিংসের সমাপ্তি টানেন মাত্র ৯ রানে।

৯১ রানে নেই ৪ উইকেট। দলের এমন নাজুক অবস্থায় হাল ধরেন ভারতীয় মিডলঅর্ডার হনুমান ভিহারি ও  মোহাম্মদ মিঠুন। বলা বাহুল্য তাদের ব্যাটেই আশার আলো দেখেছে আবাহনী সমর্থকেরা। ভিহারির ১২৪ বলে ১০৯ ও মোহাম্মদ মিঠুনের ৬১ বলে ৭২ রানের ইনিংসে ৬ উইকেটে, নির্ধারিত ৫০ ওভারে ২৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আবাহনী।

ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দলের এই সংগ্রহে ভূমিকা রেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ১ চার ও তিন ৬-এ, ৬ বলে করেছেন ২৩ রান।

গাজী গ্রুপের হয়ে বল হাতে মেহেদি হাসান, আবু হায়দার রনি ২টি করে, নাইম হাসান ও মুমিনুল হক নিয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।