ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ভিহারি-সানজামুলে সুপার লিগে আবাহনীর সহজ জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
ভিহারি-সানজামুলে সুপার লিগে আবাহনীর সহজ জয় ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১০৯ রানের ইনিংস খেলে আবাহনীকে ২৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়ে দেন ভারতীয় মিডল অর্ডার হনুমান ভিহারি।যা তাড়া করতে নেমে সানজামুলের স্পিন ঘূর্ণিতে ২০৫ রানে গুটিয়ে গেল গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংস। 

দিন শেষে ৭৩ রানের সহজ জয় পেল মাশরাফি-নাসিরের আবাহনী লিমিটেড।

১০ ওভার বল করে ৫০ রানের বিনিময়ে বাঁহাতি স্পিনার সানজামুল নিয়েছেন ৪ উইকেট।

আবাহনীর ছুঁড়ে দেয়া ২৭৯ রানের লক্ষ্যে খেলতে নামা গাজী গ্রপের ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন অনুসতাপ মজুমদার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেছেন মুমিনুল হক। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমবল হাতে আবাহনীর হয়ে বাকি ৬ উইকেটের ২টি করে পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

এরআগে শনিবার (২৪ মার্চ) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে করতে পারেনি চলমান মৌসুমে দাপট দেখানো আবাহনী লিমিটেড। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমদলীয় ১৭ রানে এনামুল হক বিজয় (৮) ও নাজমুল হোসেন শান্তকে (৩) হারিয়ে অনেকটাই ব্যাকফুটে চলে যায় খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।

দলের ক্রান্তি লগ্নে জ্বলে ওঠেননি রাউন্ড রবিন লিগে দুর্দান্ত খেলা ওপেনার সাইফ হাসানেও। মন্থর ব্যাটে ৩০ রান সংগ্রহ করতে লাগিয়েছেন ৬৩ বল। এরপর মুমিনুল হকের স্পিন ফাঁদে পড়ে মাঠ ছেড়েছেন নাইম হাসানের তালুবন্দি হয়ে।

ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাইফের ফেরার পর মিডলঅর্ডারে নেমে আশানুরুপ ব্যাটিং উপহার দিতে পারেননি অধিনায়ক নাসির হোসেনও। নাইম ঘূর্ণিতে ইমরুল কায়েসের ক্যাচ হয়ে নিজের ইনিংসের সমাপ্তি টানেন মাত্র ৯ রানে।

৯১ রানে নেই ৪ উইকেট। দলের এমন নাজুক অবস্থায় হাল ধরেন ভারতীয় মিডলঅর্ডার হনুমান ভিহারি ও  মোহাম্মদ মিঠুন। বলা বাহুল্য তাদের ব্যাটেই আশার আলো দেখেন আবাহনী সমর্থকেরা। ভিহারির ১২৪ বলে ১০৯ ও মোহাম্মদ মিঠুনের ৬১ বলে ৭২ রানের ইনিংসে ৬ উইকেটে, নির্ধারিত ৫০ ওভারে ২৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আবাহনী। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমদলের এই সংগ্রহে ভূমিকা রেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ১ চার ও তিন ৬-এ ৬ বলে করেছেন ২৩ রান। গাজী গ্রুপের হয়ে বল হাতে মেহেদি হাসান, আবু হায়দার রনি ২টি করে, নাইম হাসান ও মুমিনুল হক নিয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদে সময়: ১৭৩৩ ঘণ্টা, ২৪ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।