ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

২০ বলে সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটসম্যান ঋদ্ধি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
২০ বলে সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটসম্যান ঋদ্ধি! ২০ বলে সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটসম্যান ঋদ্ধি!-ছবি:সংগৃহীত

মাত্র ২০ বলে সেঞ্চুরি করলেন ভারতীয় টেস্ট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান শাহা! যদিও এটি ছিল ভারতের স্থানীয় একটি টুর্নামেন্ট। জে.সি মুখার্জি নামের এই টুর্নামেন্টে ২০ বলে ১০২ রানে অপরাজিত থেকে নিজ দল মোহন বাগানকে ১০ উইকেটে জেতান ঋদ্ধি।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে প্রথমে ব্যাট করা প্রতিপক্ষ বি.এন.আর রিক্রিয়েশন ক্লাব নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে। জবাবে ঋদ্ধির ব্যাটে মাত্র ৭ ওভারেই জয় পায় মোহন বাগান।

২০ বলে ৪টি চার ও ১৪টি ছক্কায় ৫১০ স্ট্রাইক রেটে ১০২ করে অপরাজিত থাকেন ঋদ্ধি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ২৪ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।