ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বল বিকৃতি স্বীকার করলেন স্মিথ-ব্যানক্রফ্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
বল বিকৃতি স্বীকার করলেন স্মিথ-ব্যানক্রফ্ট দিন শেষে সংবাদ মাধ্যমের সামনে স্মিথ ও ব্যানক্রফ্ট-ছবি:সংগৃহীত

বিতর্ক চাউর হওয়ার আগেই স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ও ক্যামেরুন ব্যানক্রফ্ট। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিন বল বিকৃতির চেষ্টা করেছিলেন ব্যানক্রফ্ট। তবে এটা নাকি পূর্বপরিকল্পিতই ছিল বলে জানান, দলনেতা স্মিথ।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে টিভি ফুটেজে ধরা পড়ে, হলুদ কাপড়ের মতো কিছু একটা পকেট থেকে বের করেছিলেন ব্যানক্রফ্ট। পরে সেটি লুকানোর চেষ্টা করেন তার ট্রাউজারের ভেতরে।

হলুদ কাপড়ের মতো জিনিসটি ছিল আসলে শিরীষ কাগজ।

**অজিদের বল টেম্পারিং নিয়ে তোলপাড়
**প্রধানমন্ত্রীর ইঙ্গিতে নেতৃত্ব হারাচ্ছেন স্মিথ

ঘটনার পরই ফুটেজ দেখেই টেলিভিশন আম্পায়ার ইয়ান গোল্ড মাঠের দুই আম্পায়ার নাইজল লং ও রিচার্ড ইলিংওয়ার্থকে ব্যাপারটি জানান। মাঠের দুই আম্পায়ার তার সঙ্গে কথাও বলেছেন। কিন্তু আম্পায়াররা ব্যানক্রফ্টকে ডাকলেও কোনো কিছু খুঁজে পাননি। পরে আম্পাররা বল বদলাননি বা অস্ট্রেলিয়াকে ৫ রান জরিমানাও করেননি। কোনো ফিল্ডার বলের আকৃতি পরিবর্তন করলে যেটা সাধারণত করা হয়। ছবি:সংগৃহীতদিন শেষে সংবাদ মাধ্যমের সামনে আসেন স্মিথ ও ব্যানক্রফ্ট। তবে সরাসরিই সবকিছু স্বীকার করে নেন ব্যানক্রফ্ট, ‘ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে আলোচনা হয়েছে আমার। বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করার দায়ে অভিযুক্ত করা হয়েছে আমাকে। লাঞ্চ বিরতির সময় আমাদের মধ্যে একটি আলোচনা হয়েছিল। টেপ ব্যবহার করে, উইকেটের ক্ষত অংশের মাটির দানা ব্যবহার করে বলের কন্ডিশন বদলানো একটি সুযোগ দেখেছিলাম আমি। যদিও এটা কাজে দেয়নি। আম্পায়াররা তাই বল বদলাননি। আমার ছবি বড় পর্দায় ভেসে ওঠে। সেটা দেখেই আমি চেষ্টা করেছিলাম ট্রাউজারের ভেতর গুঁজে দিতে। ’

এদিকে স্মিথও কোনো কিছু না লুকিয়ে বলেন, ‘যা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। আমার নেতৃত্বে এই প্রথম এমন কিছু ঘটল। কথা দিচ্ছি, এটাই শেষ। এটা করে কিছুটা সুবিধা নেওয়ার কথা ভেবেছিল। লিডারশিপ গ্রুপ (সিনিয়ররা) ব্যাপারটা জানেন । কিন্তু কোচ লেম্যান এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। ’

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।