ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনাল খেলতে পাকিস্তানে সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
ফাইনাল খেলতে পাকিস্তানে সাব্বির সাব্বিরের ফেসবুক থেকে নেওয়া ছবি-ছবি:সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে অংশ নিতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। আজ (রোববার, ২৫ মার্চ) করাচিতে ফাইনালে পেশাওয়ার জালমি মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। যেখানে পেশাওয়ারের হয়ে মাঠে নামতে পারেন সাব্বির।

পাকিস্তানে যাওয়ার ব্যাপারে নিজের ফেসবুক ওয়ালে নিশ্চিত করেন সাব্বির।

সদ্য শেষ হওয়া নিদাহাস ট্রফির আগে পেশাওয়ারের হয়ে দুবাইতে দুটি ম্যাচ খেলেছিলেন সাব্বির।

তিনি দলটিতে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে সুযোগ পেয়েছিলেন। ইনজুরির কারণে এবারের আসরে অংশ নিতে পারেননি সাকিব।

টাইগার তারকাদের মধ্যে এবারের পিএসএল আসরে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদও খেলেন। নিদাহাস ট্রফির ফাইনালের পর তারা পাকিস্তানে উড়ে গিয়েছিলেন। তবে এলিমিনিটর ম্যাচে তামিমের পেশাওয়ারের কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটরস। আর ইনজুরির কারণে ফাইনালের আগে দেশে ফেরেন তামিম।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।