ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অবসর ভেঙে নেতৃত্বে ফিরতে প্রস্তুত ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
অবসর ভেঙে নেতৃত্বে ফিরতে প্রস্তুত ক্লার্ক মাইকেল ক্লার্ক-ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে মোটা দাগের কালো কালি পড়লো কেপটাউন টেস্টে। যেখানে বল টেম্পারিংয়ের দায় নিয়ে ইতোমধ্যে নেতৃত্ব থেকে সরে গেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও পদ ছেড়েছেন। আর দলের এই ক্রান্তিকালে অবসর ভেঙে নেতৃত্বে ফিরতে প্রস্তুত সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

কেপটাউনে তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় সরাসরি বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরুন ব্যানক্রফ্ট। তবে এটি ছিল পূর্বপরিকল্পত।

পুরো দলই এটিতে জড়িত। স্মিথ তা স্বীকারও করে নিয়েছেন।

আরও পড়ুন: অজিদের বল টেম্পারিং নিয়ে তোলপাড়
 বল বিকৃতি স্বীকার করলেন স্মিথ-ব্যানক্রফ্ট  
প্রধানমন্ত্রীর ইঙ্গিতে নেতৃত্ব হারাচ্ছেন স্মিথ
টেম্পারিংয়ের দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার

এদিকে এমন ঘটনায় বেশ আবেগি হয়ে পড়া ক্লার্কের কাছে জানতে চাওয়া হয় এই দুঃসময়ে নেতৃত্বে ফিরতে পারেন কি না? অজি দলের সাবেক অধিনায়কের উত্তর, ‘যদি আমাকে সঠিক ব্যক্তিটি এই কথা বলে, তবে অবশ্যই এর উত্তর নিয়ে ভাবব।

৩৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লার্ক ২০১৫ সালে অ্যাশেজ হারের পর অবসরে যান।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।