ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে মুখোমুখি নান্নু-রফিকরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে মুখোমুখি নান্নু-রফিকরা ছবি:সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায়।

টি-টোয়ন্টি ফরম্যাটের এই ম্যাচটিতে দেশের সাবেক ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলবেন। ম্যাচকে সামনে রেখে দু’দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বিসিবি।

বিসিবি লাল দল: হাবিবুল বাশার সুমন, নাঈমুর রহমান দুর্জয় এমপি, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, এনামুল হক মনি, মোহাম্মদ আলী, জাকির হাসান, তালহা জুবায়ের, ফাহিম মুনতাসির সুমিত, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, হান্নান সরকার, ও মঞ্জুরুল ইসলাম।

বিসিবি সবুজ দল: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, মোহাম্মদ রফিক, হাসানুজ্জামান ঝড়ু, মুশফিকুর রহমান, মোরশেদ আলী খান, আলমগীর কবির, আনোয়ার হোসেন (মনির), শফিউদ্দিন আহমেদ বাবু, ফয়সাল হোসেন ডিকেন্স, সাইফুল্লাহ খান জেম, মিজানুর রহমান বাবুল ও ফারুক আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।