ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শেখ জামালের ম্যাচ দেখতে ফতুল্লায় সাফওয়ান সোবহান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
শেখ জামালের ম্যাচ দেখতে ফতুল্লায় সাফওয়ান সোবহান ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ঘড়ির কাটায় সময় তখন দুপর ২টা ৪২ মিনিট। হঠাৎ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের আকাশে কালো রঙের একটি হেলিকপ্টার। বুঝতে বাকি রইলো না, ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে আবাহনীর বিপক্ষে নিজ দলের ম্যাচ দেখতে এসেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট ও দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমঅনুমান সত্যি হলো। মিনিট তিনেকেকের মধ্যে আউটার স্টেডিয়ামে অবতরণ করা হেলিকপ্টারের ভেতর থেকে বেরিয়ে এলেন ক্রীড়াপ্রেমী এই মানুষটি।

হেলিকপ্টার থেকে নেমে সোজা চলে এলেন নিজ দলের ড্রেসিংরুমে। সেখানে বসে মাশরাফি-নাসিরদের বিপক্ষে নিজ দলের জয়ের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় সাফওয়ান সোবহান।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই মুহূর্তে চলছে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। যেখানে শেখ জামালের দেয়া ২৫৭ রানের লক্ষ্যে খেলতে নামা আবাহনী ১০২ রান তুলতে খুইয়েছে ৫ উইকেট। সন্দেহাতীতভাবেই জয়ের সুবাস পেতে শুরু করেছে নুরুল হাসান সোহান ও তার দল।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমবুধবার (২৭ মার্চ) আবাহনীর কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে শেখ জামাল ধানমিন্ড ক্লাব। দুই ওপেনার উন্মুক্ত চাঁদ ১০১ ও সৈকত আলী খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।