ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের পরামর্শক হিসেবে আসছেন কারস্টেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
টাইগারদের পরামর্শক হিসেবে আসছেন কারস্টেন টাইগারদের পরামর্শক হিসেবে আসছেন কারস্টেন-ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরামর্শক হিসেবে বাংলাদেশে আসছেন গ্যারি কারস্টেন। আইপিএলের পরই তার সঙ্গে চুক্তি হবে বলে জানান বিসিবির মিডয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এর আগে কোচ নয় উপদেষ্টা হিসেবে কারস্টেন বিসিবিতে নিয়োগ পাবেন এমন সংবাদ বাংলানিউজে প্রকাশিত হয়েছিল।

যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘গ্যারি কারস্টেনের সাথে আমাদের যে কথা হয়েছে, তা হেড কোচ হিসেবে নয়।

তার সঙ্গে কথা হয়েছে কনসালটেন্ট হিসেবে এবং শুধু জাতীয় দলে হয়ে নয়। সে সব বিষয়ে কাজ করবে। তবে ফেব্রুয়ারির আগে তাকে পাওয়া যাবে না। ’

আগের কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই হাই প্রোফাইলের হেড কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খোঁজাখুঁজির ধারাবাহিকতায় বিসিবিতে এসে সাক্ষাৎকার দিয়েছিলেন রিচার্ড পাইবাস ও ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। তবে তারা এখন অন্য দেশের কোচ।

পরবর্তীতে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় সিরিজে কোচ ছাড়াই খেলে বাংলোদেশ। টিমের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ছিলেন খালেদ মাহমুদ সুজন। আর সদ্য শেষ হওয়া নিদাহাস ট্রফিতে টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।