ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ হলো ‘এনা ফেনী মিডিয়া কাপে’র ১ম আসর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
শেষ হলো ‘এনা ফেনী মিডিয়া কাপে’র ১ম আসর জমকালো আয়োজনে সম্পন্ন ‘এনা ফেনী মিডিয়া কাপে’র ১ম আসর

ফেনী: জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘এনা ফেনী মিডিয়া কাপে’র ১ম আসর। এতে গোল্ডেন শিশু পার্কের দল বিজয় সিংহ রাইডার্সকে ৪৫ রানে হারিয়ে জয় লাভ করে নজির আহম্মদ গ্রুপের দল মুহুরি ওয়ারিয়ার্স।

মঙ্গলবার (২৭ মার্চ) ফেনী পাইলট হাইস্কুল মাঠে খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন আয়োজক কমিটি ও অতিথিরা।

 

মিডিয়া কাপের সমন্বয়ক শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় ও ফেনী  মিডিয়া স্পোর্টস ফোরামের আহ্বায়ক আতিয়ার হাওলাদার সজলের সার্বিক তত্ত্বাবধানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গীটার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, এএসপি সার্কেল জুনায়েত কাউসার, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী, খেলার টাইটেল স্পন্সর এনা পরিবহনের মহাব্যবস্থাপক আতিকুল আলম প্রমুখ।

ফেনী মিডিয়া স্পোর্টস ফোরামের আয়োজনে গত রোববার (২৫ মার্চ) সকালে শুরু হওয়া এ ক্রিকেট কাপে জেলার সব সংবাদকর্মীদের আটটি দল অংশ নেয়। অন্য দলগুলো হলো- হায়দার ক্লিনিক কহুয়া কিংস, জেওয়ান লুব্রিকেটস সালাম নগর এক্সপ্রেস, রেডিক্স হোটেল শমসের গাজী ফাইটার্স, বনিটো কমিউনিকেশন, রাজাঝি রয়্যালস, হোপ ইন্টারন্যাশনাল স্কুল বিলোনিয়া চ্যালেঞ্জার্স ও নাভানা ফার্নিচার্স সেনের খিল সিক্সার্স।

আয়োজনে জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, এমন একটি আয়োজনের মাধ্যমে ফেনীর সংবাদ কর্মীদের মধ্যে সৌহার্দ ও ঐক্যের বন্ধন গড়ে উঠবে।

ফেনী মিডিয়া স্পোর্টস ফোরামের আহ্বায়ক আতিয়ার হাওলাদার সজল বলেন, আয়োজক কমিটি আশা করে, সারা বছররের ক্লান্তি ভুলে জেলার সংবাদকর্মীরা এ আয়োজনের মধ্য দিয়ে খেলার মাঠে খুঁজে পাবেন বিনোদন।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসএইচডি/এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।