ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরে শাস্তির মুখোমুখি স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফ্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
দেশে ফিরে শাস্তির মুখোমুখি স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফ্ট .

কেপটাউন টেস্টে বল টেম্পারিং (বল বিকৃতি) করার জেরে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্টকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিজ দেশের বোর্ড থেকে কঠোর শাস্তির মুখোমুখি এই ত্রয়ী।

শুক্রবার (২৮ মার্চ) তিনজনের দক্ষিণ আফ্রিকা থেকে দেশে পৌঁছানোর কথা। সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফ্টের ওপর শাস্তি আরোপ করা হতে পারে।

তিনজনই সিএ’র আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

এ যাত্রায় বেঁচে গেছেন স্মিথদের কোচ ড্যারেন লেহম্যান। তিনি দায়িত্ব অব্যাহত রাখবেন বলে জোর দিয়ে বলেছেন সাদারল্যান্ড। যোগ করেন, অস্ট্রেলিয়া স্কোয়াডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফ্টই বল টেম্পারিং করার ব্যাপারে আগে থেকে জানতেন।

সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টে অজিদের নেতৃত্ব দেবেন টিম পেইন। কেপটাউন টেস্টের মাঝপথে অধিনায়কত্ব হারানো স্মিথকে ইতোমধ্যেই এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি।

স্মিথ, ওয়ার্নার ও সরাসরি বল টেম্পারিংয়ে যুক্ত ব্যানক্রফ্টের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ, গ্লেন ম্যাক্সওয়েল ও জো বার্নস।

বল টেম্পারিং কলঙ্কের টেস্টে বাজেভাবে হার মানে অজিরা। ৪৩০ রানের টার্গেটে নেমে ১০৭-এ গুটিয়ে যায় মনোবল হারানো সফরকারীদের ইনিংস। তুমুল সমালোচনার সঙ্গে সঙ্গী হয় ৩২২ রানে হারের লজ্জা। টানা দ্বিতীয় জয়ে সিরিজে লিড নেয় স্বাগতিক শিবির।

আগামী শুক্রবার (৩০ মার্চ) চার ম্যাচ সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে। জোহানেসবার্গে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। ২-১ এ এগিয়ে প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।