ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

হায়দ্রাবাদের নেতৃত্ব ছাড়লেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
হায়দ্রাবাদের নেতৃত্ব ছাড়লেন ওয়ার্নার হায়দ্রাবাদের নেতৃত্ব ছাড়লেন ওয়ার্নার-ছবি: সংগৃহীত

বল টেম্পারিংয়ের দায় মাথায় নিয়ে চাপের মুখেই আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব ছাড়লেন ডেভিড ওয়ার্নার। এর আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের আরেক দল রাজস্থান রয়েলসের অধিনায়কত্ব ছাড়েন স্টিভেন স্মিথ।

এক বিবৃতিতে হায়দ্রাবাদের সিইও কে শানমুগাম জানান, সম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষিতে, ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব ছেড়েছেন। খুব দ্রুতই দলটির নতুন অধিনায়ক ঘোষণা করা হবে।

২০১৪ সাল থেকে হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত ছিলেন ওয়ার্নার। যেখানে শিখর ধাওয়ান থেকে সে নেতৃত্ব বুঝে পেয়েছিলেন। আর ২০১৬ সাল তার নেতৃত্বেই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল হায়দ্রাবাদ। সেবার করেছিলেন দলীয় সর্বোচ্চ ও বিরাট কোহলির পর আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ৮৪৮ রান।

ওয়ার্নারের অধীনেই আইপিএলে লাইমলাইটে এসেছিলেন বাংলাদেশ তারকা মোস্তাফিজ। ফিজ নামে পরিচিতি পেয়ে সেবার আইপিএলের সেরা তরুণ ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিন অজিদের বল টেম্পারিং নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় পড়ে যায়। টিভি ফুটেজে দেখা যায় ফিল্ডিংয়ের সময় ব্যানক্রফ্ট পকেট থেকে শিরিষ কাগজ জাতীয় কিছু বের করে বলের আকৃতি পরিবর্তন করছেন। পরে অবশ্য সংবাদ মাধ্যমে স্মিথ ও ব্যানক্রফ্ট টেম্পারিংয়ের বিষয়টি স্বীকার করে নেন।

এ ঘটনার পরই নেতৃত্ব প্যানেল থেকে সরে দাঁড়ান স্মিথ ও ওয়ার্নার। আর আইসিসি স্মিথকে চারটি ডিমেরিট পয়েন্ট দিয়ে এক টেস্টের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করে। সঙ্গে ব্যানক্রফ্টকে ৭৫ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট দেওয়া হয়।

পরবর্তীতে বল টেম্পারিংয়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ার সদ্য সাবেক হওয়া অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর টেম্পারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকা ক্যামেরুন ব্যানক্রফ্টকে ৯ মাসের জন্য বহিষ্কারাদেশ দিয়েছে অস্ট্রেলিয়ান এই ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।