ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের ৪৬তম টেস্ট অধিনায়ক টিম পেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
অজিদের ৪৬তম টেস্ট অধিনায়ক টিম পেইন অজিদের ৪৬তম টেস্ট অধিনায়ক টিম পেইন-ছবি: সংগৃহীত

কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং নিয়ে পুরো ক্রিকেট বিশ্বেই তোলপাড় পড়ে যায়। সর্বশেষ খবর অনুযায়ী অভিযুক্ত তিন ক্রিকেটারকে ভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিদারুণ শঙ্কায় দেশটির ক্রিকেট ভবিষ্যত।

টেম্পারিং ইস্যুতে তৃতীয় টেস্টে চতুর্থ দিনই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন স্টিভেন স্মিথ। এছাড়া সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও তার পদ ছাড়েন।

পরে ম্যাচের বাকি অংশে উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম পেইনকে অন্তবর্তীকালীন অধিনায়ক করা হয়। এবার পূর্ণ মেয়াদে এই ক্রিকেটারকে অজিদের ৪৬তম টেস্ট অধিনায়ক করা হলো।

আরও পড়ুন...টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার

এদিকে স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরুন ব্যানক্রফ্ট নিষিদ্ধ হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টে অন্য তিন ক্রিকেটারকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগেই অবশ্য আইসিসি কতৃক এক টেস্ট নিষিদ্ধ স্মিথের জায়গায় ম্যাট রেনশ সুযোগ পান। এবার ওয়ার্নার ও ব্যানক্রফ্টের বদলে গ্লেন ম্যাক্সওয়েল ও জো বার্নসকে ডাকা হয়েছে।

আগামী ৩০ মার্চ থেকে জোহার্নেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।