ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আশরাফুলের ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আশরাফুলের ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি ছবি: সংগৃহীত

দলের পারফরম্যান্স বলার মতো না! কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হাসছে তার ব্যাট। টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেএসপিতে রেলিগেশন  লিগের প্রথম ম্যাচে আশরাফুলের শতকে ভর করে পাঁচ উইকেট হারিয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৪৭ রানের টার্গেট দিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। ১০৩ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

১৩৭ বলের দায়িত্বশীল ইনিংসটিতে ছিল ৮টি চার ও ২টি ছক্কার মার।

আশরাফুলকে যোগ্য সঙ্গ দেওয়া তাইবুর রহমানের ব্যাট থেকে আসে ৮২। ২৭ রানে অপরাজিত থাকেন রিয়াদুল হুদা। সৌম্য সরকার দু’টি উইকেট নেন। একটি করে পান শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক।

ডিপিএলের এবারের আসনে এ নিয়ে ১২ ম্যাচে চারটি সেঞ্চুরি করলেন আশরাফুল। ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ২৫১তম ম্যাচ ও নবম শতক। এখন পর্যন্ত আর কেউই চারবার তিন অঙ্ক ছুঁতে পারেননি। প্রাইম দোলেশ্বরের লিটন দাসের নামের পাশে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি।

আগেই ম্যাচেই পঞ্চাশ ওভারের খেলায় ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দেন নিষেধাজ্ঞা কাটানোর পর থেকে ন্যাশনাল টিমে ফেরার অপেক্ষায় থাকা আশরাফুল। বিকেএসপিতেই মোহামেডানের বিপক্ষে রাউন্ড রবিন পর্বে নিজেদের শেষ ম্যাচটিতে ১২৭ রানে থামেন তিনি। কিন্তু ম্যাচ জিততে পারেনি ১২ দলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে থাকা কলাবাগান।

শীর্ষ ৬টি টিম খেলছে সুপার লিগ (সুপার সিক্স)। তলানির তিন দলের মধ্যকার রেলিগেশন লিগের সেরা টিম পরবর্তী মৌসুমে খেলার যোগ্যতা অর্জন করবে। সেই লড়াইয়ে নেমেছে আশরাফুলের কলাবাগান।  বাকি দুই দল নেমে যাবে প্রথম বিভাগ প্রতিযোগিতায়। আর সুপার সিক্সে উঠতে ব্যর্থ হলেও অপর তিনটি ক্লাব পরের মৌসুমে খেলার টিকিট কাটে। প্রসঙ্গত, প্রথম বিভাগ থেকে দু’টি দল ১২ দলের প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।