ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-নাসিরের সঙ্গে আড্ডায় অভিনেতা নীরব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
মাশরাফি-নাসিরের সঙ্গে আড্ডায় অভিনেতা নীরব ছবি: সংগৃহীত

মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে তখন আবাহনীর অনুশীলন প্রায় শেষ। ক্রিকেটাররা তাদের তল্পিতল্পা গুটিয়ে মাঠ থেকে বের হয়ে যাবেন। মাশরাফি বিন মর্তুজা অনুশীলন শেষে একাডেমি মাঠের ডাগআউটে বসে আড্ডা দিচ্ছেন।

ঠিক তখন আবাহনী অধিনায়ক মাশরাফি সতীর্থ নাসির হোসেকে দেখা গেল সাদা রঙের শার্ট ও কালো ক্যাপ পড়া বেশ কেতাদুরস্ত এক যুবকের সঙ্গে দাড়িয়ে মোবাইলে কী দেখছেন।

উৎসাহ নিয়ে তাকালাম।

কে? মুখভরা দাঁড়ি ও গোঁফ থাকায় প্রথমে ঠিক টাহর করা যাচ্ছিলো না। কিন্তু যখন তারা দুজনই মাশরাফির পাশে বসলেন তখন চেনা গেল। তিনি চলচ্চিত্র ও টিভি অভিনেতা নীরব।

ছবি: সংগৃহীতমাশরাফির পাশে বসতেই নীরবকে কৌতুক করে বললেন, ‘ভাই একা কেন? কোন নায়িকা আসেনি? এরপর এলে চার-পাঁচজন নায়িকা নিয়ে আসবেন। ’

মাশরাফির এমন কৌতুকপূর্ণ কথায় উপস্থিত সবাই হেসে উঠলেন। নীরবও না হেসে পারলেন না। হাসিমুখেই উত্তর দিলেন, ‘ঠিক আছে ভাই। ’ এভাবে বেশ কিছুক্ষণ মাশরাফি, নাসিরের সাথে চললো তার আলাপ, আড্ডা। আড্ডা শেষে  বিদায় নিলেন নীরব।

প্রাথমিকভাবে একাডেমিতে নীরবের উপস্থিতির কারণ জানা না গেলেও, পরে জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলামের কাছে শরীরের ইনজুরির পুনর্বাসনের জন্য তিনি এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।