ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সোমবার আইপিএল মিশনে যাচ্ছেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
সোমবার আইপিএল মিশনে যাচ্ছেন সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামি ৭ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৯ এপ্রিল, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এর ঠিক এক সপ্তাহ আগে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে ২ এপ্রিল (সোমবার) দেশ ছাড়বেন বাংলাদেশ আইকন।

জেট এয়ারওয়েজ যোগে ওইদিন বিকেল সাড়ে ৫টায় স্বপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা যাবেন সাকিব। সেখান থেকে হায়দ্রাবাদের বিমান ধরবেন টেস্ট ও ওয়ানডের বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বৃহস্পতিবার (২৯ মার্চ) বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।

২০১১ সাল থেকে টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সে খেলার পর এবার সানরাইজার্সে নাম লিখিয়েছেন সাকিব। সানরাইজার্সে দুই সিজন কাটানো বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ডেরায়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।