ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার সেঞ্চুরির ম্যাচে আবাহনীর রেকর্ড গড়া জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
চার সেঞ্চুরির ম্যাচে আবাহনীর রেকর্ড গড়া জয় ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের মাটিতে যেকোনো লিস্ট ‘এ’ ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড গড়ে জয়ে ফিরলো আবাহনী। প্রাইম দোলেশ্বরও কম যায়নি। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের রোমাঞ্চকর ম্যাচে বৃষ্টি আইনে ২০ রানের জয় পেয়েছে আবাহনী।

৩৯৪ রানের টার্গেট নেমে দাঁড়ায় ৩৪.১ ওভারে ২৬৫। তিন উইকেট হারিয়ে ২৪৪ করতে সমর্থ হয় দোলেশ্বর।

সেঞ্চুরি হাঁকান ফজলে মাহমুদ (১০০) ও মার্শাল আইয়ুব। ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৬ ওভারে ৬২ রান খরচায় তিনটি উইকেটই নেন তাসকিন আহমেদ। ৭ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মাশরাফি বিন মর্তুজা।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমএর আগে সুপার লিগের তৃতীয় রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীকে উড়ন্ত শুরু এনে দেন দুই সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয় ও উদীয়মান নাজমুল হোসেন শান্ত। দু’জনের ওপেনিং জুটিতে আসে ২৩৬ (৩৬.৩ ওভার)। বিজয় ১২৮ ও শান্ত থামেন ১২১ রানে।

রানের পাহাড় গড়তে পরে ব্যাট হাতে ঝড় তোলেন ভারতের হানুমা বিহারী (৩৬ বলে ৬৬) ও ২৪ বলে ৪৭ রানে অপরাজিত থাকা মোহাম্মদ মিঠুন।  নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ৩৯৩।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমবর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয় দিয়ে মিরপুরে সুপার লিগ মিশন শুরু করে আবাহনী। কিন্তু ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হারের স্বাদ পায় মাশরাফি-নাসিরের দল। বিকেএসপিতে রেকর্ড গড়েই ছন্দে ফিরলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীরা। অন্যদিকে, সুপার লিগ পর্বে এক জয়ের বিপরীতে দু’টিতে হারলো দোলেশ্বর।

পয়েন্ট টেবিলে রাউন্ড রবিন পর্বের ১১ ম্যাচসহ ১৪ ম্যাচে ১০ জয় ও ৪ হারে আবাহনীর সংগ্রহ ২০। সমান ম্যাচে সমান ২ পয়েন্ট পিছিয়ে লিজেন্ডস অব রুপগঞ্জ ও শেখ জামাল। ১৫ পয়েন্টে চার নম্বরে দোলেশ্বর। গাজী গ্রুপ ও খেলাঘরের পুঁজি ১৪।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।