ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

হায়দ্রাবাদে ওয়ার্নারের পরিবর্তে হেলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
হায়দ্রাবাদে ওয়ার্নারের পরিবর্তে হেলস হায়দ্রাবাদে ওয়ার্নারের পরিবর্তে হেলস-ছবি:সংগৃহীত

ডেভিড ওয়ার্নারের পরিবর্তে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস।ওয়ার্নার এর আগে দলটির নেতৃত্বে ছিলেন। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ে অভিযুক্ত হওয়া এ ক্রিকেটারকে আইপিএল থেকে নিষিদ্ধ করেছে বিসিসিআই।

সাদা বলে বিশেষজ্ঞ হেলস অবশ্য এ মৌসুমের শুরুতে আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তবে এখন দলটি তাকে এক কোটি ভারতীয় রুপি দেবে।

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি করা হেলস বর্তমানে একমাত্র ইংলিশ ব্যাটসম্যান যে কি না আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ দশে অবস্থান করছেন।  

৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। আর হায়দ্রাবাদের প্রথম খেলা ৯ তারিখ। তাই যত দ্রুত সম্ভব হায়দ্রাবাদ দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।