ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল মিশনে রওনা দিয়েছেন মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আইপিএল মিশনে রওনা দিয়েছেন মোস্তাফিজ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৭ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠেবে এবারের আইপিএলের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের সবচাইতে প্রদিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরের ঠিক এক সপ্তাহ আগে নিজ দল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে যোগ দিতে ঢাকা ছেড়েছেন কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান।

শনিবার (৩১ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে তিনি জেট এয়ারে মু্ম্বাইর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মোস্তাফিজের ঘনিষ্ঠসূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।

২০১৬ সালে আইপিএল যাত্রা শুরু করেছিলেন মোস্তাফিজ। দুই আসর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা এই বিষ্ফোরক পেসার এবারের আসরে তরী ভিড়িয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।